একসঙ্গে মহড়ায় আমিরাত-ইসরায়েল

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২১, ১১:৩৮ | আপডেট: ২৩ এপ্রিল ২০২১, ১১:৪৩

আন্তর্জাতিক ডেস্ক

গ্রিসে অনুষ্ঠানরত সামরিক মহড়ায় অংশ নিয়েছে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। গত আগস্ট মাসে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের পর প্রথমবারের মতো এই মহড়ায় অংশ নিচ্ছে ইসরায়েল ও আমিরাত।

ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি জানিয়েছে, মহড়ায় যুদ্ধবিমানের ডগফাইট, ব্যাপকভিত্তিক বিমান হামলা ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলার মুখে পালিয়ে যাওয়ার অনুশীলন চালায় দু'পক্ষের সেনারা।

গত রবিবার শুরু হওয়া মহড়া শুক্রবার শেষ হচ্ছে। এর আগে ২০১৬ ও ২০১৭ সালের মহড়ায় ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত পাশাপাশি থেকে বিমান মহড়া চালিয়েছে কিন্তু এবার দুই পক্ষের মধ্যে প্রকাশ্য সামরিক সহযোগিতার আওতায় এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

এ মহড়ায় আরো অংশ নিচ্ছে সাইপ্রাস, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, স্পেন ও কানাডা। মহড়ার স্বাগতিক দেশ গ্রিস।ইসরায়েলের পক্ষ থেকে এফ-১৫ এবং এফ-১৬ জঙ্গিবিমান, বোয়িং ৭০৭ রিফুয়েলিং ট্যাংকার ও গাল্ফস্ট্রিম জি-৫০৫ নজরদারি বিমান এ মহড়ায় অংশ নিচ্ছে।

ঢাকাটাইমস/২৩এপ্রিল/একে