ভারত-পাকিস্তানের ফ্লাইটে কানাডার নিষেধাজ্ঞা

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২১, ১২:১২

আন্তর্জাতিক ডেস্ক

ভারত ও পাকিস্তান থেকে আসা ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা। করোনাভাইরাস সংক্রমণে বিশ্বের কেন্দ্র হয়ে ওঠায় ভারতের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিলো কানাডা সরকার। আগামী ৩০ দিনের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

কানাডা জানিয়েছে, আগামী ৩০ দিনের জন্য ভারত ও পাকিস্তান থেকে যাবতীয় বিমান বাতিল করে দেওয়া হয়েছে। এই অঞ্চলে করোনা পরিস্থিতির মাত্রাতিরিক্ত বৃদ্ধিই এর কারণ।

দেশটির পরিবহণ মন্ত্রী ওমন আলঘাবরা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে এই নিয়ম কার্যকরী হবে।

ভারতে উত্তরোত্তর বাড়ছে করোনা পরিস্থিতি। কিছুদিন আগেই ভারত থেকে আসা বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করে ব্রিটেন। এবার কানাডাও একই পদক্ষেপ নিল।

ঢাকাটাইমস/২৩এপ্রিল/একে