ভার্চুয়াল আদালতে ১৬৭ শিশুর জামিন

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২১, ১৫:৪৮ | আপডেট: ২৩ এপ্রিল ২০২১, ১৮:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

৮ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট ১৬৭ শিশু জামিন পেয়েছে। গত ৮ কার্যদিবসে সারাদেশের ভার্চুয়ালি শুনানির মাধ্যমে এসব শিশুকে জামিন দেন আদালত।

এদিকে গত ২২ এপ্রিল সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ৩২ টি জামিন আবেদন নিষ্পত্তি হয় এবং ১হাজার ৫৯২ জন আসামি  জামিন পেয়ে কারা মুক্ত হন।

ভার্চুয়াল আদালত শুরু হওয়ার ৮ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ২৬ হাজার ৮৪৮ টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ১৫ হাজার ২১৭ জন আসামি  জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন।

করোনা পরিস্থিতি মোকাবেলায় গত ৫ এপ্রিল থেকে  সীমিত পরিসরে ভার্চুয়াল আদালত খোলা রাখার সিদ্ধান্ত দেন সুপ্রিম কোর্ট।

(ঢাকাটাইমস/এআইএম/কেআর)