পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হলেন এনটিআরসিএ’র চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২১, ১৬:১৩

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিনকে বদলি করা হয়েছে। তাকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৬ ডিসেম্বর এনটিআরসিএর চেয়ারম্যান হিসেবে যোগদান করেন অতিরিক্ত সচিব মো. আশরাফ উদ্দিন। এর আগে তিনি গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ছিলেন। গত ১৪ ডিসেম্বর তাকে এনটিআরসিএর চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছিল।

বৃহস্পতিবার জারি করা একই প্রজ্ঞাপনে জানানো হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীনকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নিযুক্ত গৌতম কুমারকে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম ইদ্রিস সিদ্দিকীকে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেয়ার কথা প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/বিইউ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :