দুই লাচ্ছা সেমাই কারখানাকে জরিমানা

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২১, ১৬:৫০

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্যবিধি না মানায় বগুড়ার কাহালুতে দুইটি লাচ্ছা সেমাইয়ের কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলার শেখাহার এলাকায় সিয়াম লাচ্ছা সেমাই এবং নাইম রিমন লাচ্ছা সেমাইকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আশরাফুর রহমান ও পাপিয়া সুলতানা।

আশরাফুর রহমান জানান, অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্যবিধি না মেনে ওই দুই প্রতিষ্ঠানা লাচ্ছা সেমাই তৈরি করছে- এমন অভিযোগে অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশ এবং সংশ্লিষ্টদের কারোরই হ্যান্ড গ্লোভস, মাথার ক্যাপ ছিল না এবং মেঝেতে ময়দার খামির বানানো হচ্ছিল। ফলে সিয়াম লাচ্চা সেমাই ১৫ হাজার টাকা এবং নাইম রিমন লাচ্চা সেমাইকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এলএ)