সেই রিকশা চালকের পাশে...

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২১, ১৭:২৪

পারভেজ হাসান

উনাকে চিনতে পারছেন? যার একটি হৃদয়বিদারক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে উনি কান্না করে বলেছেন উনি সারাদিন ইনকাম করেন ১৫০ টাকা লকডাউনের কারণে জরিমানা করেছে ১২০০ এই টাকা তিনি দিবেন কি করে। আলহামদুলিল্লাহ আজকে ইফতার করেছি উনার সাথে।

সেইসাথে বাড়িতে বউ/বাচ্চার খরচ পোলাপানের পড়াশোনার খরচ সব মিলয়ে অসহায়ত্বে আহাজারি করা অসহায় সেই রিকশা চালকের পাশে দাঁড়িয়েছি৷

আমরা তাকে নিত্যপ্রয়োজনীয় বাজার এবং আর্থিক সহায়তা প্রদান করেছি সেইসাথে দায়িত্ব নিয়েছি তার ১২ বছরের ছেলের পড়াশোনার। দোয়া করবেন আমাদের জন্য এগিয়ে আসবেন আমাদের সাথে। মানবতার জয় হোক

Do you recognize him? Whose heartbreaking video has gone viral.  Where he cried and said that he earns 150 rupees all day.  Alhamdulillah, I had Iftar with him today.

  As well as the cost of wife / child at home, the cost of children's  education, all together, I stood by the helpless rickshaw driver.

  We have made him head of daily necessities market and financial support as well as taking care of his 12 year old son's education. Pray for us to come forward with him. May humanity win:

লেখক: মানবাধিকার কর্মী

ঢাকাটাইমস/২৩এপ্রিল/এসকেএস