সিএনজির ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে নবজাতকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২১, ১৮:২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুটি সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারদিন বয়সী এক নবজাতক নিহত ও তিনজন আহত হন। ঘটনাস্থলে থাকা লোকজন সিএনজিটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

শুক্রবার দুপুরে উপজেলার জামাইয়ের ট্যাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নবজাতক মুছাপুর ইউনিয়নের ছোটধলী গ্রামের একরাম হোসেনের সন্তান। আহতরা হচ্ছেন- একরাম হোসেন ও তার স্ত্রী প্রেন্সি আক্তারসহ তিনজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল বসুরহাট বাজারের উপশম ক্লিনিকে সন্তানের জন্ম দেন প্রেন্সি আক্তার। গত তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ছাড়পত্র দেয় হাসপাতাল। দুপুরে সিএনজি যোগে নিজেদের বাড়ি ছোটধলী গ্রামের যাচ্ছিলেন তারা। পথে তাদের সিএনজিটি জামাইয়ের ট্যাক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অন্য একটি সিএনজি তাদের সিএনজিকে সামনে থেকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এসময় প্রেন্সির কোলে থাকা নবজাতক ছিটকে সিএনজি চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ও গাড়ি দুটি থানায় আনা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :