রাজশাহীতে নকল ওষুধ কারখানার সন্ধান

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২১, ২২:৪৬

ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহীতে একটি নকল ওষুধের কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। আনিসুর রহমান ওরফে আনিস (৪২) নামে এক ব্যক্তি নিজের বাড়িতেই এই কারখানা গড়ে তুলেছিলেন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শুক্রবার রাত ৯টার দিকে আনিসের বাড়িতে অভিযান চালায়। নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর এলাকায় আনিসের বাড়ি। অনেকটা নির্জন এলাকার এই বাড়িটির একটি ঘরে মেশিন বসিয়ে ওষুধ তৈরি করতেন আনিস।

অভিযানে আনিসকে আটক করা হয়েছে। তার বাবার নাম মৃত আনসার আলী। বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছে ডিবি পুলিশ। নগর ডিবি পুলিশের সহকারী কমিশনার রাকিবুল হাসান অভিযানে নেতৃত্ব দেন।

তিনি জানান, নিজেদের গোয়েন্দা তথ্যেরভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। এ সময় চারটি নামি কোম্পানির বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা হয়েছে। ওষুধের কারিগরকেও আটক করা হয়েছে। ওষুধের পরিমাণ কত তা এখনই বলা যাচ্ছে না। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এলএ)