বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২১, ১৭:৫০

চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে গুলি বর্ষণে নিহত সাত শ্রমিক হত্যার প্রতিবাদে ও জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)র ব্যানারে।

শনিবার দুপুরে কুষ্টিয়া জেলা স্কপের আহ্বায়ক জাতীয় শ্রমিক লীগ কষ্টিয়ার সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে শহরের প্রধান সড়ক এনএস রোডস্থ কুষ্টিয়া হাইস্কুল মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে স্কপের শরিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, বিনা উস্কানিতে শ্রমিকদের উপর কাপুরুষোচিত গুলিবর্ষণে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণসহ শ্রমিকদের বিরুদ্ধে গুলিবর্ষণকারী পুলিশের করা মিথ্যা মামলা প্রত্যাহার, নিহত শ্রমিক পরিবারকে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করতে হবে; অন্যথায় আরও কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

বক্তব্য রাখেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, জাসদ সভাপতি গোলাম মহসিন, বাসদ কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমরেড শফিউর রহমান শফি, জেলা সিপিবির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জাসদ নেতা কারশেদ আলম, স্বর্ণ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পলান বিশ্বাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কুষ্টিয়ার সভাপতি আশরাফুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশনের সমন্বয়ক এসরারুল হক, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমন্বয়ক নীল কমল বিশ্বাস, জাতীয় শ্রমিক জোটের সাধরণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জাতীয় শ্রমিক জোটের যুগ্ম সাধরণ সম্পাদক আয়ুব আলী, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি রমজান আলী এবং শ্রমিক নেতা আমানত শেখ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :