শেরপুরে ২০ দোকান পুড়ে ছাই

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২১, ২৩:১৪

শেরপুরের শ্রীবরদীর স্থানীয় একটি বাজারে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কর্ণঝোড়া মধ্যবাজারে এ ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে ২০টি দোকান সম্পূর্ণ ছাই হয়ে গেছে। পরে খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক নিজাম উদ্দিন, ছামিউল হক, এরশাদ আলী, রবিন মিয়া, ইব্রাহিম মিয়া, আব্দুল মালেক, দাউস আলী ও সোলায়মান জানান, লকডাউন আর রমজানের কারণে দুপুরে কর্ণঝোড়া মধ্যবাজারে লোকজন ছিল একেবারেই কম। হঠাৎ স্থানীয় ব্যবসায়ী সোলায়মানের লেপ-তোশকের দোকানে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় দোকান বন্ধ থাকায় কেউ দোকানে ঢুকতে পারেনি।

পরে ওই দোকানের আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। আগুনের লেলিহান শিখায় সার, বীজ, মোবাইল ফোন, মনোহরী, মুদী, টেইলার্স, চালডাল ও লেপতোশকের অন্তত ২০টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আর এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

এদিকে সংবাদ পেয়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে আগুনে ২০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আরিফুর রহমান।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :