ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত নেতাসহ গ্রেপ্তার ১০

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২১, ১৩:২৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

হেফাজতে ইসলামের বিক্ষোভ ও হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ভাংচুর ও সহিংসতার মামলায় দলটির জেলা সহকারী প্রচার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি জাকারিয়া খানকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ওই মামলায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ টিম।

পুলিশ জানিয়েছে, মুফতি জাকারিয়া খান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জেরা জুড়ে সহিংসতা চালানো হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী ওই টিন দিনের সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৫৫টি মামলায় ৩৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকাটাইমস/২৬ এপ্রিল/পিএল