চোরের শাবলের আঘাতে পাটকল কর্মচারী নিহত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২১, ১৬:১৭

যশোরের অভয়নগর উপজেলায় চোরের শাবলের আঘাতে এক পাটকল কর্মচারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ।গত রবিবার রাতে উপজেলার চলিশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দেবাশীষ সরকার ওরফে সঞ্জয় (৪৫) অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামের গৌর চন্দ্র সরকারের ছেলে। তিনি অভয়নগর উপজেলার রাজঘাটে অবস্থিত যশোর জুট ইন্ডাস্ট্রিজে (জেজেআই) হিসাব বিভাগের উচ্চমান সহকারী ছিলেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে রান্নাঘরের জানালার লোহার গ্রিল কেটে ঘরে ঢোকে দুইজন চোর। এসময় দেবাশীষ সরকার ও তার স্ত্রী রিপা সরকার টের পেয়ে বাধা দিলে ঘরে থাকা শাবল দিয়ে তাদের মাথায় আঘাত করে। এতে তারা গুরুতর জখম হন। দেবাশীষ সরকারের মা মিনতি সরকারকেও লাঠি দিয়ে আঘাত করে। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে চোরেরা পালিয়ে যায়। এরপর প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় দেবাশীষ ও তার স্ত্রীকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত পৌনে চারটার দিকে দেবাশীষ সরকার মারা যান। অবস্থার অবনতি হলে রিপা সরকারকে খুলনার বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় আহত রিপা সরকারের অবস্থা আশঙ্কাজনক। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ, ডিবি (জেলা পুলিশের গোয়েন্দা শাখা) এবং পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ঘটনাটি তদন্ত করছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :