চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রাতে নামছে রিয়াল-চেলসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৭:২৯ | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২১, ১৭:২৫

কিছুদিন বিরতির পর ফের ফের শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলা। সেমিফাইনাল পর্বের প্রথম লেগের খেলায় আজ(মঙ্গলবার) রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ইংলিশ ক্লাব চেলসি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

খেলা স্পেনের মাটিতে হওয়ার ফলে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ শিরোপাধারীদের এগিয়ে রাখছেন অনেকে। কিন্তু কেউ কেউ আবার চেলসিকেও পেছনে রাখতে নারাজ।

সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের ইতিহাসের যে দলগুলির বিপক্ষে কখনোই জেতেনি রিয়াল, তাদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে তারা চেলসির বিপক্ষেই। ১৯৭১ সালে কাপ উইনার্স কাপের ফাইনালে প্রথম লেগে ১-১ ড্রয়ের পর দ্বিতীয় লেগে ২-১ গোলে হেরেছিল রিয়াল। ১৯৮৮ সালে উয়েফা সুপার কাপের ফাইনালেও চেলসির বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা।

চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ও স্প্যানিশ ক্লাবের মধ্যে এটি ১৬৩তম ম্যাচ, যে কোনো দুই দেশের মধ্যে যা সর্বোচ্চ। সবশেষ সাত ম্যাচের পরিসংখ্যানে ইংল্যান্ডের ক্লাবগুলোর জয় চারটি, ড্র দুটি ও হার একটি। এর আগের ২০ ম্যাচের পরিসংখ্যানে ইংলিশ ক্লাবের জয় মাত্র দুটি। ৭টি ড্র ও ১১টিতে জয় স্প্যানিশ ক্লাবের।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :