তাড়াশে জুয়ার আসর থেকে তিনটি মটরসাইকেল জব্দ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২১, ২২:২২

সিরাজগঞ্জের তাড়াশে জুয়ার আসরে পুলিশ হানা দেয়ায় জুয়ারুর দল পালিয়ে গেলেও রেখে যায় তিনটি মটরসাইকেল। পরে মটরসাইকেল তিনটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে জব্দ তালিকায় যোগ করেছে পুলিশ। মটরসাইকেল তিনটির মালিক না পাওয়ায় এখনো থানায় রয়েছে বলে মঙ্গলবার জানান তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক।

পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল উপজেলার বারুহাস ইউনিয়নের বড়পওতাঁ গ্রামে আনছার আলীর বাড়ির কাছে জুয়ার আসর চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানার এসআই গোলাম সারোয়ারের নেত্বতৃ একদল পুলিশ সেখানে অভিযান চালায়।

এ সময় জুয়াড়িরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সেখানে তিনটি মটরসাইকেল (অ্যাপাচি ১৬০ সিসি, সিরাজগঞ্জ ল-১১-১৮৫৮, হিরো স্প্লিন্ডার ১০০ সিসি, ঢাকা মেট্রো হ-৩৫৩৭৩৩ ও প্লাটিনা ১১০ সিসি, বগুড়া হ- ১৫-৮৬২৯) পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

ওসি ফজলে আশিক বলেন, মোটর সাইকেলগুলোর কোনো মালিক না পেয়ে তা পরিত্যাক্ত অবস্থায় জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো কোনো মালিকের সন্ধান পাওয়া যায়নি। মালিক না পেলে জব্দ তালিকা করে আদালতে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :