ফতুল্লায় ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২১, ০৯:১৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা মসজিদের পাশের একটি ভবনে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম হাবিবুর রহমান।

মঙ্গলবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ওই ঘটনায় মোট দুইজনের মৃত্যু হলো। এর আগে গত সোমবার সকালে মারা গিয়েছেন হাবিবুরের স্ত্রী আলেয়া বেগম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এই তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাবিবুর রহমানের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বিস্ফোরণের ওই ঘটনায় এখনো দগ্ধ অন্যদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

গত শুক্রবার ভোরে তল্লার জামাই বাজার এলাকার তিনতলার ভবনটির তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এতে দগ্ধ হন পাশাপাশি দুই ফ্ল্যাটে থাকা দুই পরিবারের ১১ জন।

ঢাকাটাইমস/২৮এপ্রিল/এমআর