কুড়িগ্রামে চরের শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২১, ১৫:৪৪

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনার কারণে কুড়িগ্রামের ঘোগাদহ ইউনিয়নের টেংরার চর গ্রামের মানুষ দেশের বিভিন্ন জেলায় এবার কাজে যেতে পারেনি। তাদের পাশে দাঁড়িয়েছে ‘দোস্ত এইড ফাউন্ডেশন’। এ গ্রামে শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে সংঘটনটি।

ত্রাণের প্রতি প্যাকেটে ছিল পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি সয়াবিন তেল, দুই কেজি আলু, আধা কেজি লবণ ও এক কেজি চিনি। 

দোস্ত এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, কুড়িগ্রামের চর-দ্বীপচরের কর্মহীন মানুষের মাঝে পর্যায়ক্রমে এই প্যাকেজ বিতরণ করা হবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি-সাবেক এমপি জাফর আলী, দোস্ত এইড-এর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রথম আলোর প্রতিনিধি শফি খান, জনকন্ঠের রিপোর্টার রাজু মোস্তাফিজ ও জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নুরনবী খন্দকার।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/পিএল)