জয়পুরহাটে পাঁচ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২১, ১৭:১৫

জয়পুরহাটে লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সেমাই-চিনি বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে শহরের প্রফেসর পাড়ায় লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার কার্যালয় চত্বরে পাঁচজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও একশ প্রতিবন্ধী পরিবারের মাঝে সেমাই-চিনি বিতরণ করেন পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুঞা।

পুলিশ সুপার বলেন, ‘বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। তারা বিভিন্ন ক্ষেত্রে সফল হচ্ছে।’

পরে লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি জাকারিয়া মণ্ডল শিমুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান, জেলা এনজিও সমন্বয় কমিটির উপদেষ্টা নন্দলাল পার্শী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক তিতাস মোস্তাফা ও পৌর কাউন্সিলর পাপিয়া।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :