বিপাক জয়ে থাকি অটল

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২১, ১৭:২০ | আপডেট: ২৮ এপ্রিল ২০২১, ১৭:২৩

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

দিন যায় দিন আসে মানুষের চোখ ভাসে

অশ্রু প্রবাহের বানে,

মৃতের মিছিলে মানুষ নিত্য যুক্ত হয়

অমূল্য প্রাণ বলিদানে।

যেন মৃত্যুই স্বাভাবিক আর বাঁচাটা অচিন্ত কল্পনা,

মৃত্যুর নৈবেদ্যে চলে জীবনের সানুনয় অর্চনা।

আশার ঝলক এসে ফুল্কির মতো পলকেই নিভে যায়,

মারীর দৌরাত্ব নাচে যমদূতের লিকলিকে জিভের ডগায়।

 

দুকূল ছাপিয়ে মরণসাগরের ভেঙ্গে গেছে যেন বালির বাঁধ,

শুনেও শোনে না; বিপন্নদের আহাজারি আর আর্তনাদ।

এখন যেন মড়ক মারী ও মৃত্যুই হলো প্রাণসখা,

স্বজনহারার ফিরিস্তি শুধু অশ্রুধারায় হয় লেখা।

বিলাপ রোদন হাহাকার আর মাতমই চলছে দিগ্বিগিক,

বিয়োগ ব্যথার বিশ্বায়নে নয় কিছু আর আঞ্চলিক।

মারীর সঙ্গে আছে অনাহার, বেকারত্বও তার দোসর,

রাহু আর শনি সাজাইছে যেন প্রাণ নিধনের ফুলবাসর।

আনন্দ শাখায় আতংক যম বাঁধছে সুখে শখের নীড়,

জীবনের সব উল্লাসের উপর অশ্রু জড়ানো লাশের ভিড়।

 

জীবশ্রেষ্ঠ মানুষের কেনো হলো এ করুণ দুর্দশা,

টুটে যায় বাঁধ; অকারণ সব বিজ্ঞানীদের মাজা-ঘষা।

সকল ‘কিন্তু’, সকল ‘যদি’র মস্তাকারের সমীকরণ,

নিরুপায় আজো; ঠেকাতে পারেনি মাৱীর অকাল প্রাণ হরণ।

লক্ষণে বুঝি; সময় এসেছে ভাবের গভীরে কিছু জানা,

আধুনিকতার ঢাকঢোলে আর ঘুচবে না মারী লাঞ্ছনা।

কার ইঙ্গিতে কোন কাজে তোমার কোন ফল জোটে ভাগ্যে,

সেই বিধাতার কৃপা ভুলে গেলে ভুগবেই দুরারোগ্যে।

 

মানুষের পাশে দাঁড়াও মানুষ, ভায়ের পাশে যেমন ভাই,

ভাই যদি থাকে ভাইরাস হবে অতি নগন্য রোগ-বালাই।

রোগাক্রান্ত মানুষকে দাও মানবিক সেবা-চিকিৎসা,

তাদের মাঝে জাগিয়ে রাখো বেঁচে থাকবার শুভেচ্ছা।

অন্যকে রাখো নিরাপদে আর নিজেকেও রাখো দূরত্বে,

কোনোক্রমে কেউ আপোস করোনা মাস্ক পরবার গুরুত্বে।

র্কর্মবিহীন প্রতিবেশি যারা অনটনে তাদের দিন কাটে,

অনাহারে ভুগে ক্ষুধার জ্বালায় মাথা কুটে মরে চৌকাঠে।

তাদের পাশে দাঁড়াবো আমরা আছি যারা কিছু বিত্তবান,

সহমর্মের পিদিমেই হবো মনবতাবোধে দীপ্যমান।

 

সংকট যতো হোক সঙ্গিন; নির্ভীক রেখে চিত্ত,

বিধাতার উপর ভরসা রেখেই নিস্তার মাগো নিত্য।

দুর্বিপাকের দাপটে যদিও লণ্ড-ভণ্ড জনপদ,

জীবনের চেয়ে অমূল্য নেই আর কোনো সম্পদ?

জীবনের নেই কোনই ভরসা, আর কেনো করো ধন জড়ো,

তাইতো এখন নিজেকে এবং পরকে বাঁচাতে পণ করো।

 

পরাজিত কভু হবে না মানুষ; তা তো স্রষ্টারই কৃপার দান,

মানুষ যদি-বা পরাভব মানে সেটা বিধাতারই অসম্মান।

পরম শক্তির আধার যিনি, কার্য-কারণ নিয়ন্ত্রক,

মারী ও মড়ক, জীবন ও মৃত্যু; নিয়তির তিনি আঁকেন ছক।

মানুষ কেবল বিধাতার কৃপার স্নেহনীড়ে সাজে লড়াকু বীর,

বিপাক জয়ের বল নিয়ে বুকে লক্ষ্যে মানুষ থাকুক স্থির।