ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ জনকে জরিমানা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২১, ২০:৫১

ভৈরবে অতিরিক্ত দামে তরমুজ বিক্রি ও লকডাউনে সরকারি আদেশ অমান্য করে যাত্রী পরিবহনের দায়ে ১৬ জনকে ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুর্জয় মোড় বাসস্ট্যান্ড এলাকায় সকালে থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। এ সময় সহযোগিতা করেন হাইওয়ে থানা পুলিশ।

অতিরিক্ত দামে তরমুজ বিক্রির দায়ে চার দোকানদারকে ১৪ হাজার টাকা ও সরকারি নির্দেশনা অমান্য করে প্রাইভেটকার ও মাইক্রোবাস করে যাত্রী পরিবহনের দায়ে ১২ জন চালককে ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে হিমাদ্রী খীসা জানান, সরকারের লকডাউন সংক্রান্ত নির্দেশনা অমান্য করে গণপরিবহনে যাত্রী বহন ও যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করায় এবং ফলের দোকানে ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে তরমুজ বিক্রয় করার অপরাধে ১৬ জন ব্যক্তিকে মোট ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্টের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান ।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :