কুমুদিনীতে এমএসসি ইন নার্সিং স্টুডেন্টদের পরিচিতি সভা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২১, ২১:৩০

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী পোস্ট গ্রাজুয়েট নার্সিং ইনস্টিটিউট এমএসসি ইন নার্সিং স্টুডেন্ট-২০২১ সেশন প্রথম ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান হয়েছে।

বুধবার সকাল ১০টায় কুমুদিনী কমপ্লেক্সের আনন্দ নিকেতনে এই পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল রিনা ক্রুস এবং ঢাকা থেকে ভার্সুয়াল বক্তৃতায় অংশ নেন- বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. সারফুদ্দিন আহমেদ ও নার্সিং ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব এবং চিফ স্টেট অফিসার ডা. শরীফুল ইসলাম, কুমুদিনী পোস্ট গ্রাজুয়েট নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল প্রফেসর ডা. চুং ইয়াল লি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক সম্পা সাহা মহাবীর পতি, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, মেট্রন দীপালী পেরারা প্রমুখ।

কুমুদিনী পোস্ট গ্রাজুয়েট নার্সিং ইনস্টিটিউটে ২০২১ সেশনে উইমেন্স হেলথ বিষয়ে ১০ জন ও নার্সিং ম্যানেজমেন্টে ১০ জন স্টুডেন্ট ভর্তি হন।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :