যশোরে কৃষকের ধান কেটে দিলো আওয়ামী তরুণলীগ

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২১, ১৯:০১

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেনের ১০ কাটা জমির ধান কেটে দিয়েছে ইউনিয়ন আওয়ামী তরুণলীগ ও ইছালী ইউনিয়ানের হাসিমপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের ৫কাঠা জমির ধান কেটে দিয়েছে উপশহর ইউনিয়ন আওয়ামী তরুণলীগ৷

বৃহস্পতিবার সকালে আওয়ামী তরুণ লীগ যশোর জেলা শাখার সভাপতি আসাদুল হক আসাদ ও সাধারণ সম্পাদক আব্দার রহমানের নির্দেশনায় যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের নিশ্চন্তপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেনের ১০ কাটা জমির ধান কেটে দিয়েছে ইউনিয়ন আওয়ামী তরুণলীগের সভাপতি ইসতিয়াক আহম্মেদ অভিসহ নেতাকর্মিরা৷

এদিকে ইছালী ইউনিয়নের হাসিমপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের ৫কাঠা জমির ধান কেটে দিয়েছে উপশহর ইউনিয়ান আওয়ামী তরুণলীগের সাধারণ সম্পাদক আইনুল হক রহিদসহ অন্যান্য নেতা কর্মীরা৷

যশোর সদর উপজেলা ১নং হৈবতপুর ইউনিয়ন তরুণলীগের সভাপতি ইসতিয়াক আহম্মেদ অভি ও উপশহর ইউনিয়ন তরুণলীগের সাধারণ সম্পাদক আইনুল হক রহিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সারাদেশে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিনা পারিশ্রমিকে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি। চলমান কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা তরুণলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় তরুণলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কৃষকের পাশে থেকে পাকা ধান ঘরে তুলতে সাহায্য করে চলেছে।

লকডাউনে মৌসুমের পাকা ধান ঘরে তোলা নিয়ে দেশের অনেকস্থানের কৃষকরা আর্থিক ও শ্রমিক সংকটে মধ্যে পড়েন। অন্যান্য বছরে ধান কাটা মৌসুমের শুরুতে, বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকরা আসলেও গত দুই বছর করোনার কারণে আসতে পারছে না।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :