নির্মাণাধীন বেড়িবাঁধের ইয়ার্ডে মিলল ট্রাকচালকের লাশ

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২১, ১৯:১৮

বাগেরহাটের শরণখোলা নির্মাণাধীন বেড়িবাঁধের ইয়ার্ড থেকে অহিদুজ্জামান সবুজ (৩২) নামে এক ট্রাকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বেড়িবাঁধ ইয়ার্ডের আরেক চালক শহীদুল ইসলামকে (৪০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শরণখোলা উপজেলার বলেশ্বর নদের টেকসই বেড়িবাঁধের ইয়ার্ড থেকে ওই চালকের লাশটি উদ্ধার করে।

দুপুরে ওই ট্রাকচালকের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ট্রাকচালকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।

অহিদুজ্জামান সবুজ শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের নওয়াব হোসেন মধুর ছেলে।

আটক শহিদুল ইসলাম শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।

শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, উপকূলীয় শরণখোলা উপজেলার বলেশ্বর নদের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ চলমান। এই বেড়িবাঁধ নির্মাণ করছে সিএইচডব্লিউ নামে একটি চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠান। সকালে ইয়ার্ডে কাজে এসে ট্রাকচালক অহিদুজ্জামানের লাশটি তার ট্রাকের চাকার পাশে শ্রমিকরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। তার মৃত্যু দুর্ঘটনায় হয়েছে, নাকি কেউ তাকে হত্যা করেছে- তা ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না। আমরা এই ঘটনায় ইয়ার্ডে কর্মরত আরেক ট্রাকচালক শহীদুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :