হজ গমনেচ্ছুদের সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

প্রকাশ | ২৯ এপ্রিল ২০২১, ২৩:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

হজ গমনেচ্ছুদের অসাধু চক্রের প্রতারণা থেকে সাবধান ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী প্রাক-নির্বাচিত অনিবন্ধিত ব্যক্তিবর্গের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একটি অসাধু চক্র সরলমনা হজ গমনেচ্ছুক ব্যক্তিগণকে ২০২১ সালের পবিত্র হজ পালনে অন্তর্ভুক্ত করবেন মর্মে অর্থ গ্রহণ করছে। যা অনভিপ্রেত এবং সুস্থ হওয়ার ব্যবস্থাপনার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এমতাবস্থায় সকল ধর্মপ্রাণ হজ গমনেচ্ছুকে এই চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করা হলো এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ২০২১ সালের হজের বিষয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/আরকে/জেবি)