পারিবারিক বন্ধনটা খুব জরুরি

তাহমিনা হোসাইন কলি
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২১, ১৪:৪৮

২০০০ সালের আগে আব্বার কাছে ৫০ টাকা চাইলে জিজ্ঞেস করতেন কি করবা?, ২০০৭ সালে আব্বার কাছে ৫০০ টাকা চাইলেও জিজ্ঞেস করতেন কি করবা?, বর্তমানে স্বামীর কাছে টাকা চাইলেও জিজ্ঞেস করে কি করবা? মাঝে মধ্যে রাগ হলেও এখন মনে হচ্ছে প্রশ্নটা খুবই জরুরি?

আপনার সন্তানের তেমন কোনো আয়-রোজগার নেই তবুও কোটি টাকার বাড়িতে লক্ষ টাকার ভারা বাসায় বিলাসবহুল জীবন যাপন করবে তার কোনো খোঁজ খবর রাখবেন না? দৈনন্দিন জীবনের ব্যয় করা হাজার হাজার টাকা কোথা থেকে আসে তার কোনো হিসাব রাখবেন না? তাই কি হয়?

আমার মনে হয় একটি সন্তানের অবক্ষয়ের জন্য তার পরিবারই একমাত্র দায়ী। সামর্থ্য অনুযায়ী সন্তানকে এমন ভাবে গড়ে তোলা উচিত যাতে সন্তান আপনার দেওয়া শিক্ষা ও আদর্শকে কাজে লাগিয়ে জীবন যাপন করতে পারে।

পারিবারিক বন্ধনটা খুব জরুরি। সন্তান যেনো বিপথে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, তাদের সাথে বন্ধু সূলভ আচরণ করতে হবে, সন্তান দূরে থাকলে প্রতিটি মুহূর্তে তার খোঁজ খবর রাখতে হবে আর এজন্যই পারিবারিক বন্ধনটা আরো সুদৃঢ় করা প্রয়োজন। তা না হলে কোটি টাকার বাড়িতে লক্ষ টাকার ফ্ল্যাটে পরে থাকবে অসংখ্য মুনিয়াদের লাশ....

লেখক: তাহমিনা হোসাইন কলি, সাংস্কৃতিক কর্মী

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :