করোনা থেকে মুক্তি ও বৃষ্টির জন্য বাগেরহাটে বিশেষ দোয়া

প্রকাশ | ৩০ এপ্রিল ২০২১, ১৬:২৯

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি ও বৃষ্টির আশায় বাগেরহাটের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার নয় উপজেলার সব মসজিদে একযোগে এই বিশেষ দোয়া হয়।

মসজিদগুলোতে মুসল্লিরা জমায়েত হয়ে এই বিশেষ মোনাজাতে অংশ নেন। বাগেরহাটের জেলা কালেক্টরেটের মসজিদে জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা নামাজ আদায় করেন।  

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল ও জেলা প্রশাসকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে ঘোষণা দিয়ে জেলার ধর্মপ্রাণ মানুষদের বিশেষ মোনাজাত ও প্রার্থনায় অংশ নেয়ার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক বলেন, সম্প্রতি ঢাকায় বৃষ্টিপাত হয়েছে। কিন্তু বাগেরহাটে কোনো বৃষ্টির দেখা নেই। দক্ষিণের জেলা বাগেরহাটে বৃষ্টিপাত না হওয়ায় প্রচণ্ড দাবদাহে জনমনে নাভিশ্বাস উঠে গেছে।

তিনি বলেন, একদিকে প্রচণ্ড দাবদাহ, অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমণ। এসব কারণে আমরা সবাই এক ধরনের আতঙ্কের মধ্যে দিন পার করছি। সেই কারণে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সব মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ পড়ে আল্লার কাছে হাত তুলে বলেছি, তুমি বৃষ্টিপাত দিয়ে আমাদের রহমত করো, আর করোনার অতিমারি থেকে আমাদের রক্ষা করো।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার মন্দির, গীর্জাগুলোতে অন্যান্য ধর্মাবলম্বীরা একইভাবে বিশেষ প্রার্থনা করবে বলে জানান জেলা প্রশাসক।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/কেএম)