করোনা থেকে মুক্তি ও বৃষ্টির জন্য বাগেরহাটে বিশেষ দোয়া

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২১, ১৬:২৯

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি ও বৃষ্টির আশায় বাগেরহাটের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার নয় উপজেলার সব মসজিদে একযোগে এই বিশেষ দোয়া হয়।

মসজিদগুলোতে মুসল্লিরা জমায়েত হয়ে এই বিশেষ মোনাজাতে অংশ নেন। বাগেরহাটের জেলা কালেক্টরেটের মসজিদে জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা নামাজ আদায় করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল ও জেলা প্রশাসকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে ঘোষণা দিয়ে জেলার ধর্মপ্রাণ মানুষদের বিশেষ মোনাজাত ও প্রার্থনায় অংশ নেয়ার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক বলেন, সম্প্রতি ঢাকায় বৃষ্টিপাত হয়েছে। কিন্তু বাগেরহাটে কোনো বৃষ্টির দেখা নেই। দক্ষিণের জেলা বাগেরহাটে বৃষ্টিপাত না হওয়ায় প্রচণ্ড দাবদাহে জনমনে নাভিশ্বাস উঠে গেছে।

তিনি বলেন, একদিকে প্রচণ্ড দাবদাহ, অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমণ। এসব কারণে আমরা সবাই এক ধরনের আতঙ্কের মধ্যে দিন পার করছি। সেই কারণে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সব মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ পড়ে আল্লার কাছে হাত তুলে বলেছি, তুমি বৃষ্টিপাত দিয়ে আমাদের রহমত করো, আর করোনার অতিমারি থেকে আমাদের রক্ষা করো।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার মন্দির, গীর্জাগুলোতে অন্যান্য ধর্মাবলম্বীরা একইভাবে বিশেষ প্রার্থনা করবে বলে জানান জেলা প্রশাসক।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুরে তৈরি পোশাকের দোকানে আগুন, মালামাল পুড়ে ছাই

বাড়ি ফেরার পথে লাশ হলেন বৃদ্ধ সুরুজ আলী

জাজিরায় কৃষকদের দুই দিনব্যাপী কন্দাল ফসল চাষের প্রশিক্ষণ সম্পন্ন

কালকিনিতে পুলিশের তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

বাসর করেই স্বামী পলাতক! শ্বশুরবাড়িতে অবস্থান নববধূর

বগুড়ার তিন উপজেলা নির্বাচনে মনোয়‌নে বৈধতা পে‌লেন ৩৫ জন

মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বারসহ দুজন আটক

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের খোঁজ নিলেন ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন

রায় জালিয়াতি: শিবচরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

কেএনএফ চাইলে সমঝোতার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় আসতে পারে, বান্দরবানে র‌্যাব ডিজি

এই বিভাগের সব খবর

শিরোনাম :