হিলিতে ফেনসিডিলসহ পাঁচজর আটক

প্রকাশ | ৩০ এপ্রিল ২০২১, ১৮:৩০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২১, ১৮:৩৩

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় প্রাইভেটকারে করে ফেনসিডিল পাচারকালে তিন নারীসহ পাঁচজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি করে ১৭৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

শুক্রবার তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাত ১টার দিকে হিলি-ঘোড়াঘাট সড়কের পরিহরপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের বানু বেওয়া, রাজিয়া সুলতানা ও মাজেদা বেগম, মাসুদ রানা এবং জেলার পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার ছিরম গ্রামের আবু সাঈদ।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, উপজেলার হরিহরপুর নামক এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকার আটক করলে প্রাইভেটকারে থাকা যাত্রীদের শরীরের বিশেষ কায়দায় বহন করা ১৭৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এসময় তাদের আটক করা হয় এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/পিএল)