বড়লেখায় ভাইয়ের হাতে ভাই খুন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ২২:৫২ | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২১, ২২:৪৭

মৌলভীবাজারের বড়লেখায় ধারে নেওয়া চা পাতা ফেরত চাইতে গিয়ে ঝগড়ায় চাচাতো ভাইয়ের হামলায় আহত আব্দুল হাছিব নামে (৫০) এক বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শুক্রবার দুপুরে সিলেটের একটি হাসপাতালে তিনি মারা যান।

নিহত আব্দুল হাছিব উপজেলার উত্তর শাহবাজপুরের চোয়ারকান্দি গ্রামের মৃত জাহির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হাছিবের স্ত্রীর কাছ থেকে চাচাতো ভাই জব্বার মিয়ার স্ত্রী কিছুদিন আগে চা পাতা ধার নেন। পরে বৃহস্পতিবার আব্দুল হাছিবের মেয়ে সেই চা পাতা ফেরত চাইতে গেলে জব্বার মিয়ার স্ত্রী রুবি বেগমের সাথে চা পাতার পরিমাণ নিয়ে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে এতে জড়িয়ে পড়েন আব্দুল হাছিব ও জব্বার মিয়া। ঝগড়ার এক পর্যায়ে জব্বার মিয়া কাঠের টুকরো দিয়ে আব্দুল হাছিবের মাথায় আঘাত করেন। এতে মারাত্মক জখম হন তিনি। পরে তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরণ করার পরামর্শ দিলে স্বজনরা তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে আব্দুল হাছিবের মৃত্যু হয়।

এ বিষয়ে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় এখনো কেউ মামলা করেনি। পুলিশ অভিযুক্ত জব্বার মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। সে ঘটনার পর থেকে পলাতক।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :