খানসামায় মৌ-চাকের আগুনে পুড়ে গেল বাড়ি

প্রকাশ | ০১ মে ২০২১, ১৯:০১

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহিতে একটি মৌমাছির চাকের আগুনে রবিউল ইসলাম নামে একজনের ঘর-বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ৪টি ঘর ও কৃষি পণ্য পুড়ে গেছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে গবাদিপশুর।

শুক্রবার বিকালে গোয়ালডিহি ইউনিয়নের হাসিমপুর গ্রামের কুঠিরডাংগা পাড়ায় হাজী ইসমাইল হোসেন ব্রিজ সংলগ্ন মৃত আ. ছামাদের ছেলে রবিউল ইসলামের বাড়িতে এ আগুন লাগে। পরে খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে এলাকার কৃতি সন্তান কৃষিবিদ পানিসম্পদ মন্ত্রণালয়ের ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের কনসালটেন্ট ড. জাহিদুল ইসলাম শামিম ক্ষতিগ্রস্ত রবিউলের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও এলাকার বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।

(ঢাকাটাইমস/১মে/এলএ)