২৭৭ কোটি টাকা লেনদেন করে শীর্ষে বেক্সিমকো

প্রকাশ | ০২ মে ২০২১, ১২:৫৩

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান পুঁজিাবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। এদিন কোম্পানিটি মোট লেনদেন করেছে ২৭৭ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটি মোট তিন কোটি ১৩ লাখ পাঁচ হাজার ৭৭১টি শেয়ার হাতবদল করে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৯.৬০ টাকা দরে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রভাতি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির মোট ৪৫ লাখ ২৯ হাজার ৩৯৭টি শেয়ার হাতবদল করে। যার বাজার মূল্য ৭৮ কোটি ৯২ লাখ ২০ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬১.৪০ টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির মোট এক কোটি ৪৩ লাখ ৭৫ হাজার ১১০টি শেয়ার হাতবদল করে। যার বাজার মূল্য ৩৮ কোটি ২৬ লাখ ১৮ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬.৯০ টাকা।

এছাড়াও তালিকায় অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, সোনারবাংলা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেড এবং এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

(ঢাকাটাইমস/২মে/এসআই)