গণপরিবহন চালুর দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মে ২০২১, ১৫:২৬

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান, খাদ্যের সহায়তার ব্যবস্থা ও সারাদেশে বাস ট্রাক টারমিনালগুলোতে শ্রমিকদের জন্য ১০ টাকা করে ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করার দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।

রবিবার সকালে নোয়াখালী জেলা মালবাহী ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং নোয়াখালী বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ব্যানারে চৌমুহনী বাজারে এ কর্মসূচি পালিত হয়।

সকালে চৌমুহনী রেইলগেইট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিল শেষে সমবায় মার্কেটের সামনে গিয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক জহির উদ্দিন আদর, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম ও লাইন সম্পাদক মো হাসানসহ অনান্য নেতারা। বক্তারা তাদের দাবিগুলো পূরণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

(ঢাকাটাইমস/২মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :