টঙ্গী প্রেসক্লাবে অগ্নিকাণ্ড

নগর প্রতিবেদক, গাজীপুর
 | প্রকাশিত : ০৩ মে ২০২১, ১৫:৪৬

আগুনে টঙ্গী প্রেসক্লাবের দুইটি এসি, কম্পিউটার সরঞ্জামাদিসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সোমবার সকাল ৯টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রেসক্লাব ভবনের উপরে ডেসকোর বিদ্যুতের লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে বিদ্যুতের লাইন সচল থাকায় আগুন নেভাতে বেশ বেগ পোহাতে হয়। পরে ডেসকোর লোকজন এসে বিদ্যুৎ সরবরাহের লাইন বন্ধ করে দিলে আগুন নিয়ন্ত্রণে আসে।

টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এমএ হায়দার সরকার বিষয়টি নিশ্চত করেছেন।

(ঢাকাটাইমস/৩মে/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :