টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে একধাপ এগোলো বাংলোদেশ

প্রকাশ | ০৩ মে ২০২১, ১৬:২২

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থান অপরিবর্তিত থাকলেও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছে টাইগাররা। আর টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে ইংলিশরা।

আগের আপডেটে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে থাকলেও, এবার বার্ষিক হালনাগাদে ২২৫ রেটিং নিয়ে নয় নম্বরে উঠে এসেছে তামিম ইকবালরা। এর মূল কৃতিত্ব ওয়েস্ট ইন্ডিজের ব্যর্থতার। তারা ৬ রেটিং পয়েন্ট হারিয়ে নেমে গেছে দশ নম্বরে।

আইসিসি র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা ইংল্যান্ডের র‌্যাটিং পয়েন্ট ২৭৭।  দুই নম্বরে রয়েছে ভারত। তাদের রেটিং ২৭২। আর ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড।

এদিকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছে নিউজিল্যান্ড। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১২১। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার নামের পাশে রয়েছে ১১৮ রেটিং পয়েন্ট। ভারত-ইংল্যান্ডের ঝুলিতে সমান ১১৫ পয়েন্ট থাকলেও, ভগ্নাংশে ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল।

গত এক বছরে ইংল্যান্ড ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে, আয়ারল্যান্ডের বিপক্ষে হেরেছে একটি ম্যাচ। এর মূল্য দিতে হলো র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে।

র‌্যাঙ্কিংয়ের পরের তিনটি স্থানে আসেনি কোনো রদবদল। আগের মতোই পাঁচে দক্ষিণ আফ্রিকা, ছয়ে পাকিস্তান ও সাত নম্বরে রয়েছে বাংলাদেশ দল। তবে রেটিং পয়েন্ট বেড়ে ৮৯ থেকে ৯০ হয়েছে বাংলাদেশের। অন্যদিকে ৫ রেটিং কমেছে পাকিস্তানের।

(ঢাকাটাইমস/০৩মে/এমএম)