এক সপ্তাহ পেছাচ্ছে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি

প্রকাশ | ০৩ মে ২০২১, ১৬:৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার বিজয়া দশমীর কারণে এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। সিদ্ধান্ত অনুযায়ী ১৫ অক্টোবরের পরিবর্তে ২২ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।

 

সোমবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার দিন ২২ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা বিষয়ে বিস্তারিত নির্দেশনা যথা সময়ে সংবাদ মাধ্যমে এবং পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

 

এদিকে গত সোমবার পিএসসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৩তম বিসিএস পরীক্ষার অনলাইনে আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

 

(ঢাকাটাইমস/৩মে/আরকে/ইএস)