নোয়াখালীতে আগুনে বাসা-দুই প্রতিষ্ঠান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মে ২০২১, ২০:১৯

নোয়াখালী জেলা শহর মাইজদীতে ভয়াবহ আগুনে দুটি ব্যবসা প্রতিষ্ঠান, একটি বাসা ও ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রতিষ্ঠানগুলোতে থাকা মূল্যবান মালামাল, নগদ টাকা পুড়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। রবিবার রাত আড়াইটার দিকে শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে জেলা শহর মাইজদীর প্রধান সড়কের পাশের স্টেডিয়াম এলাকার একটি দোকানে আগুন জ্বলতে দেখে পথচারীরা। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। আগুন দ্রুত কাশেম অটোমোবাইল, শাওন সাগর কনফেকশনারি ও তার পেছনের একটি বাসায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে প্রতিষ্ঠানগুলোতে থাকা নগদ টাকা, মূল্যবান মালামাল ও কাশেম অটোমোবাইলে থাকা ছয়টি অটোরিকশা পুড়ে ছাই হয়ে যায়।

মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আফছার উদ্দিন জানান, খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে তিনটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

(ঢাকাটাইমস/৩মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :