মির্জাপুরে কৃষকের ধানকেটে দিয়েছে ছাত্রলীগ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মে ২০২১, ২১:৪৬

টাঙ্গাইলের মির্জাপুরে সজিব সিকদার নামে এক কৃষকের ধানকেটে বাড়িতে তুলে দিয়েছে ছাত্রলীগ। সোমবার উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা ওই কৃষকের ৩২ শতাংশ জমির ধানকেটে দেন।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদারের নেতৃত্বে নেতাকর্মীরা কুরনী গ্রামের সজীব সিকদারের ৩২ শতাংশ জমির ধান কেটে বাড়িতে তুলে দেন।

কৃষক সজিব সিকদার জানান, টেলিভিশনের খবরে দেখেছি ছাত্ররা জমির ধানকেটে দেয়। আজকে সত্যি সত্যি ছাত্রলীগের ছেলেরা আমার জমির ধানকেটে দিল। আমার খুবই উপকার হয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।

ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার জানান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তের নির্দেশে মির্জাপুর উপজেলা ছাত্রলীগ এলাকায় ধানকেটে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে কৃষকের ধানকেটে দেয়া হয়েছে। ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

(ঢাকাটাইমস/৩মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :