সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ মে ২০২১, ১৩:০৫ | প্রকাশিত : ০৪ মে ২০২১, ১৩:০২

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সবগুলো সূচকের উত্থানের মাধ্যমে শেষ হয়েছে লেনদেন। তবে সূচকের মিশ্র প্রবণতা লক্ষ করা গেছে সিএসইতে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। অন্যদিকে সিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বাড়লেও কমেছে ডিএসইতে।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ৩৫৬ কোটি ১০ লাখ পাঁচ হাজার টাকা। এর আগে গত সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিলো এক হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ ১২ হাজার টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৫৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

মঙ্গলবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭ কোটি ১৭ লাখ ১৯ হাজার ৩৬৮ টাকা। যা আগের দিনের তুলনায় ২৫ কোটি টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৬১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১২টি কোম্পানির। দর কমেছে ১০৩টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৫৩৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১১৮ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার দুই পয়েন্টে। সিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৬৫২ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ১৪০ পয়েন্টে। সিএসই-৫০ সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২০৯ পয়েন্টে। সিএসআই দুই পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার তিন পয়েন্টে।

(ঢাকাটাইমস/৪মে/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :