ঈদসামগ্রী নিয়ে অসহায়দের বাড়িতে গোপালগঞ্জের এসপি

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মে ২০২১, ১৪:২১

গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকার দুঃস্থ ও হতদরিদ্র দুইশ পরিবারের বাড়িতে ঈদসামগ্রী পৌঁছে দিয়েছেন জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। গত সোমবার গভীর রাতে তিনি এসব পৌঁছে দেন।

ঈদসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, পেয়াজ, লবন, তেল, পোলাউ চাল, সেমাই, চিনি, সাবান, মাস্ক।

করোনা প্রতিরোধে সকলকে সচেতন থাকার অনুরোধ করে পুলিশ সুপার বলেন, ‘করোনার কারণে উপার্জন বন্ধ থাকায় অসহায় হয়ে পড়া পরিবারের কাছে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণের কাজ শুরু করেছি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের জন্য ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে।’

এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ছানোয়ার হোসেন ওথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।

(ঢাকাটাইমস/৪মে/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :