এপ্রিল মাসে ডিএসইতে কমেছে রাজস্ব আদায়

প্রকাশ | ০৪ মে ২০২১, ১৫:৫০ | আপডেট: ০৪ মে ২০২১, ১৫:৫২

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশেল প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এপ্রিল মাসে রাজস্ব আদায় কমেছে। গত মার্চ মাসের তুলোনায় এপ্রিল মাসে ডিএসইর রাজস্ব আদায় কমেছে সাড়ে ২৯ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মার্চ মাসে রাজস্ব আদায় হয়েছিল ২৭ কোটি ৬০ লাখ ৪৪ হাজার ১২৭ টাকা। এক মাসের ব্যবধানে ডিএসইর রাজস্ব আদায় কমেছে আট কোটি ১৫ লাখ ৬৮ হাজার ৬০৫ টাকা বা ২৯ দশমিক ৫৪ শতাংশ। এপ্রিল মাসে ডিএসইতে রাজস্ব আদায় হয়েছে ১৯ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৫২২ টাকা।

এপ্রিল মাসে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ডিএসইর রাজস্ব আদায় হয়ছে ১৪ কোটি ৩৭ লাখ ৪০ হাজার ৮৯৫ টাকা। তার আগের মাস মার্চে এ খাত থেকে ডিএসইর রাজস্ব আদায় হয়ছে ১৪ কোটি ৪৭ লাখ ১৬ হাজার ৭৬ হাজার ৭০২ টাকা।

এছাড়া উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রি থেকে এপ্রিল মাসে রাজস্ব আদায় হয়েছে ৫ কোটি ৭ লাখ ৩৪ হাজার ৬২৭ টাকা। যেখানে মার্চ মাসে রাজস্ব আদায়রে পরিমাণ ছিল ১৩ কোটি ১২ লাখ ৬৭ হাজার ৪২৫ টাকা।

(ঢাকাটাইমস/৪মে/এসআই)