সারাদেশে শিলাবৃষ্টি-কালবৈশাখীর সম্ভাবনা

প্রকাশ | ০৪ মে ২০২১, ১৮:০৩

নিজস্বপ্রতিবেদক, ঢাকাটাইমস

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকাসহ আট বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব বিভাগের অনেক জেলায় শিলাবৃষ্টি, বজ্রপাত ও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে। ইতোমধ্যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক ঢাকাটাইমসকে এসব তথ্য জানান।

তিনি বলেন, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্রগ্রাম, সিলেট বিভাগের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বৃষ্টিও বজ্র বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্ত হারে কোথাও কোথাও শীলাবৃষ্টিও হতে পারে।

এ আবহাওয়াবিদ বলেন, এখনও দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হচ্ছে। বিশেষ করে এখন ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং নেত্রকোনা ঝড়-বৃষ্টি হচ্ছে।

তিনি আরও জানান, বৃষ্টি হলেও সারাদিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কক্সবাজারে ৩৪ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেতুলিয়া ১৯ দশমিক ০৭ ডিগ্রি সেলসিয়াস।

(ঢাকাটাইমস/৪মে/আরকে/ইএস)