মার খেতে খেতে জ্ঞান হারান রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ মে ২০২১, ১৮:২০ | প্রকাশিত : ০৪ মে ২০২১, ১৮:০৯

দিনে দুপুরে ব্যস্ত রাস্তায় চলছিল ঘটনাটি। আশেপাশে নীরব দর্শক মানুষ। পথচারী এক ব্যক্তি একের পর এক উত্তপ্ত বাক্য ছুড়ে দিচ্ছিলেন রিকশাচালকের প্রতি। দিচ্ছিলেন গালাগালও। একপর্যায়ে তেড়ে গিয়ে সজোরে চড় বসালেন মাঝবয়সী রিকশাচালক ব্যক্তিটির গালে। চড় খেয়ে চালক অসহায়ের মতো প্রতিবাদ করলেন না। তাতেও ক্ষ্যান্ত হননি পথচারী ওই ব্যক্তি। ফের একের পর এক আঘাত করতে লাগলেন রিকশাচালক ব্যক্তিটির নাকে-মুখে। আঘাত সইতে না পেরে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ওই চালক মাটিয়ে লুটিয়ে পড়েন।

এমনই একটি ঘটনার ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার এই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে গেলেও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির কোনো হদিস মেলেনি। তবে ভিডিও দেখে মনে হচ্ছে, এটি পুরনো ঢাকার কোনো এলাকা। কয়েকজন স্থানটিকে শনাক্ত করার চেষ্টা করেছেন। তারা বলছেন, এটি বংশাল এলাকার। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের কাছাকাছি সড়কে।

ভিডিওতে দেখা যায়, মাটিতে ‍লুটিয়ে পড়লেনও ক্রোধ পড়েনি ওই পথচারীর। তিনি মাটিয়ে লুটিয়ে পড়া চালককে টেনে তুলে মারতে থাকেন।

এক মিনিট পাঁচ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি দেখে অনেকে, রিকশাচালককে মারধর করা ওই ব্যক্তির বিচার দাবি করছেন। ভিডিওটির নিচে মতামত জানাচ্ছেন নিজের মতামত।

এর আগে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের নির্যাতনের খবর চাউর হলে সেই অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে। এমন অনেক নজির আছে। নেটিজেনরা বলছেন, একজন রিকশাচালক কী এমন অপরাধ করতে পারে যে তাকে এভাবে অমানসিকভাবে নির্যাতন করতে হবে? রিকশাচালককে অসহায় পেয়ে তিনি যা ইচ্ছা তা করতে পারেন না। তাই নির্যাতনকারী ব্যক্তিকে খুঁজে বের করে যথোপযুক্ত শাস্তির দাবি তুলেছেন তারা।

জানতে চাইলে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির ঢাকাটাইমসকে বলেন, ‘এমন ঘটনা জানা নেই। তবে আমরা খোঁজখবর নিচ্ছি। যদি কেউ এই ধরনের অপরাধ করেন তাকে আইনের আওতায় আনা হবে।’

ছড়িয়ে পড়া ভিডিওটির নিচে লিটন আহমেদ নামে একজন ফেসবুক ব্যবহারকারী কমেন্টস করেছেন, ‘আহ... খুবই দুঃখজনক। হে আল্লাহ তু‌মি এই

মানুষরূপি জানোয়ারদের হা‌ত থে‌কে নিরীহ মানুষগু‌লো‌কে রক্ষা কর।’

সুমন মোল্লা লিখেছেন, ‘আশেপাশে মানুষের মতো দেখতে কতগুলো ভিনগ্রহের প্রাণী দেখা যাচ্ছে। প্রতিবাদ করার মত একজন মানুষ কি ওখানে

ছিল না?’

হাবিবুর রহমান লিখেছেন, ‘প্রতিবাদ না করে দাঁড়িয়ে ভিডিও করা কতটা মানবিক?’

বিপ্লব বিশ্বাস লিখেছেন, ‘উনি একজন রিকশাওয়ালাকে এভাবে মারতে পারেন না।’

(ঢাকাটাইমস/০৪মে/এসএস/এইচএফ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :