মুচলেকা দিয়ে খুলল পল্টনের চায়না মার্কেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মে ২০২১, ১৮:৫৯

স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে সকালে বন্ধ করে দেয়া রাজধানী পল্টনের চায়না মার্কেট খুলে দেয়া হয়েছে। মার্কেট কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পর ও ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে চলা হবে- এমন মুচলেকা নিয়ে দুপুরে মার্কেটটি খোলার অনুমতি দেয় বাংলাদেশ দোকান মালিক সমিতি।

মঙ্গলবার বিকালে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে মার্কেটটি বন্ধ করার পর ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ করে। পরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে এবং মুচলেকা দেয়ার পর মার্কেট খোলার অনুমতি দেয়া হয়।

হেলাল উদ্দিন বলেন, ‘ব্যবসায়ীরা হ্যান্ডস্যানিটাইজার নিশ্চিত করেছে। বিক্রেতারা মাস্ক পড়ছে। ক্রেতাদের বিনামূল্যে মাস্ক দিচ্ছে। সকল স্বাস্থ্যবিধি নিশ্চিত করে তারা মুচলেকা দেয়ার পর আমরা মার্কেট খোলার অনুমতি দিয়েছি।’

হেলাল উদ্দিন বলেন, ‘আমরা কঠোর হয়েছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কঠোর হতে বলেছি। যেখানে স্বাস্থ্যবিধি মানা হবে না, সেখানেই জরিমানার বিধান থাকবে। মার্কেট বন্ধ হবে।’

স্বাস্থ্যবিধি না মানলে ব্যবসায়ীদের উপর লাঠিচার্জ করতে আহ্বান জানিয়েছেন দোকান মালিক সমিতির এই সভাপতি।

তিনি বলেন, মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশকে কঠোর হতে হবে। আমরা বলেছি, পুলিশ প্রয়োজনে মৃদু লাঠিচার্জ করুক। ম্যাজিস্ট্রেট থাকবে। তারা ব্যবস্থা গ্রহণ করবেন।’

(ঢাকাটাইমস/০৪মে/কারই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :