খানসামায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মে ২০২১, ২০:৩৩

দিনাজপুরের খানসামায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্প কর্তৃক অর্থায়নে নির্বাচিত নয়টি পরিবারের মাঝে সংকর জাতের বকনা গরু, দানাদার খাদ্য ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দপ্তরের কার্যালয় চত্বরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের সদস্যদের হাতে গরু, খাদ্য ও গৃহ নির্মাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) আহমেদ মাহবুব-উল-ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, ভেটেরিনারি কর্মকর্তা ডা. বিপুল চক্রবর্তী প্রমুখ।

(ঢাকাটাইমস/৪মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :