এমটিবির ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশ | ০৫ মে ২০২১, ১০:১৩ | আপডেট: ০৫ মে ২০২১, ১০:১৪

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর  পুরোটাই বোনাস।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৩১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় ছিল (ইপিএস) এক টাকা ৮১ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ০৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) ছিলো ২২ টাকা ০৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন । এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মে।

(ঢাকাটাইমস/৫মে/এসআই)