নতুন মৌসুম শুরু করতে তর সইছে না মরিনহোর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মে ২০২১, ১০:২৯

ব্যর্থতার কারণে চুক্তি শেষ হওয়ার প্রায় দেড় বছর আগেই ইংলিশ ক্লাব টটেনহ্যাম থেকে কোচের চাকরি হারিয়েছেন হোসে মরিনহো। তবে বেশিদিন অলস সময় কাটাতে হলো না তার। ইতালিয়ান ক্লাব রোমা এবার মরিনহোকে হেড কোচের দায়িত্ব দিয়েছেন। আগামী তিন বছরের জন্য রোমার ডাগআউটে দেখা যাবে তাকে। আর এই নতুন ক্লাবের হয়ে নতুন মৌসুম শুরু করতে তর সইছে না তার।

মরিনহোকে নিযুক্ত করায় পাউলো ফনসেকা যে নতুন মৌসুমে কোচের দায়িত্বে থাকছেন না, তা জানিয়ে দেয় রোমা। সেই ঘোষণার ঘণ্টা না পার হতেই নতুন কোচ হিসেবে মরিনহোর নাম প্রকাশ করেছে ক্লাবটি।

নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘২০২১-২২ মৌসুমের আগে ক্লাবের প্রধান কোচ হিসেবে হোসে মরিনহোর সঙ্গে চুক্তি হওয়ার ঘোষণা জানিয়ে ক্লাব আনন্দিত।’

সেরি আয় এখন সপ্তম স্থানে থাকা রোমার সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, পোর্তো, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কোচ। নতুন দায়িত্ব পেয়ে দারুণ খুশি মরিনহো তাকে নিয়োগ দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন মালিকপক্ষকে।

তিনি বলেন, ‘(রোমার) মালিকপক্ষ ও জেনারেল ম্যানেজার তিয়াগো পিন্তোর সঙ্গে আলোচনার পরই আমি তাদের সুদুরপ্রসারী লক্ষ্য বুঝতে পেরেছি। একইরকম উচ্চাশা ও আকাঙ্ক্ষা আমাকে সবসময় অনুপ্রাণিত করে এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি সফল পরিকল্পনা সাজাতে চাই।’

তিনি আরো বলেন, ‘রোমা সমর্থকদের অবিশ্বাস্য রকমের উচ্চাশাও আমার এই দায়িত্ব নেওয়ার পেছনে ভূমিকা রেখেছে। আগামী মৌসুম শুরু করতে আমার তর সইছে না।’

উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর পর ইতালিয়ান ফুটবলে ফিরছেন তিনি। ২০০৮ সালে ইন্টার মিলানের দায়িত্ব নিয়ে দুই বছর ক্লাবটিতে ছিলেন মরিনিও। দুইবার সিরি ‘আ’ জেতার সঙ্গে ২০১০ সালে সান সিরোর ক্লাবটিকে ‘ট্রেবল’ জিতিয়েছিলেন ‘স্পেশাল ওয়ান’খ্যাত এ কোচ। সেটা ছিল কোনো ইতালিয়ান ক্লাবের প্রথম ট্রেবল জয়।

(ঢাকাটাইমস/০৫মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :