১৬ দিনে ২৬ হাজার ৩০৮ আসামির জামিন

প্রকাশ | ০৫ মে ২০২১, ১১:১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ১৬ কার্যদিবসে সারাদেশের বিচারিক আদালত ও ট্রাইব্যুনালে ৫১ হাজার ৮৮২ টি মামলার শুনানি হয়েছে। এসব মামলায় ২৭ হাজার ৮৪৪ আসামিকে জামিন দিয়েছেন আদালত। জামিনপ্রাপ্তরা কারা মুক্ত হয়েছেন।

মঙ্গলবার বিষয়টি ঢাকাটাইমসকে জানান সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান।

তিনি বলেন, গত ৪ মে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ৮৮টি জামিন আবেদনের নিষ্পত্তি করা হয়। এতে ১ হাজার ৫৩৬ জন আসামি জামিন পেয়ে কারামুক্ত হন।

এদিকে ১৬ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে ৩৬৭ শিশু জামিন পেয়েছেন।

(ঢাকাটাইমস/এআইএম/কেআর)