লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

প্রকাশ | ০৫ মে ২০২১, ১১:৩২ | আপডেট: ০৫ মে ২০২১, ১১:৩৪

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে। কোম্পানি দুটি মধ্যে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড ও আরএকে সিরামিকস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলো ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা করেছে। ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড ৮০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬০০ শতাংশ নগদ এবং ২০০ শতাংশ বোনাস। কোম্পানিটির ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিওতে পাঠিয়েছে।

অপর দিকে আরএকে সিরামিকস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

(ঢাকাটাইমস/৫মে/এসআই)