আইপিএল শেষ করতে আশাবাদী সৌরভ

প্রকাশ | ০৫ মে ২০২১, ১১:৫৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

করোনার কালো থাবায় যেখানে পুরো পৃথিবী স্থবির অবস্থায় রয়েছে, সেখানে আইপিল বন্ধ হওয়ার ব্যাপারটা নিতান্ত তুচ্ছ। কিন্তু একই সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) কাছে এটি চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আর এই চ্যালেঞ্জটা নিয়ে ভাবাচ্ছে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে। এরপরও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ঘরোয়া ক্রিকেট শেষ করতে আশাবাদী সৌরভ।

কলকাতা নাইট রাইডার্স দলের দুই ক্রিকেটারের করোনা পজেটিভ আসায় আইপিএলের গত সোমবারের ম্যাচটি স্থগিত করা হয়। সর্বপ্রথম করোনায় আক্রান্ত হন কলকাতার দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ভারিয়ের। এ দুজনসহ তাঁদের সান্নিধ্যে আসা সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।

কলকাতার পর করোনা পজেটিভ আসে চেন্নাই সুপার কিংসের তিন সদসস্যের। পাশাপাশি নিজ নিজ কক্ষে আইসোলেশনে থাকতে বলা হয়েছে দিল্লি ক্যাপিট্যালসের খেলোয়াড়দের। এমতাবস্থায় আইপিএল চলবে নাকি বন্ধ করে দেয়া হবে- সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে। শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয় আইপিএল।

টুর্নামেন্টে বাকি আছে আরও ৩১ ম্যাচ। আয়োজনে সময় তো লাগবেই। ভারতে এখন করোনার যে অবস্থা, সেই সময় কি পাবে আয়োজকরা? ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি আশা ছাড়ছেন না। তিনি জানালেন, বছরের কোনো না কোনো সময়ে বাকি ম্যাচগুলো আয়োজন করার চেষ্টা করবেন তারা।

সৌরভ বলেন, ‘আমরা সবাই মিলে এই প্রতিযোগিতা শেষ করতে চেয়েছিলাম। কিন্তু একাধিক ক্রিকেটার ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য অবশেষে আইপিএল মাঝ পথে থামিয়ে দিতে হল। আসলে এটা তো খুব সংক্রামক ব্যাধি। তাই আর ঝুঁকি নেওয়া হল না। তবে এখনও সময় হাতে আছে। যদি পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে বছরের কোনও না কোনও সময় বাকি ৩০ ম্যাচ আয়োজন করার চেষ্টা করব।'

(ঢাকাটাইমস/০৫মে/এমএম)