ফাইনালে উঠার লড়াইয়ে রাতে নামছে রিয়াল-চেলসি

প্রকাশ | ০৫ মে ২০২১, ১২:৫৫ | আপডেট: ০৫ মে ২০২১, ১৩:০৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে উঠার লড়াইয়ে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলায়  আজ রাতে মাঠে নামবে স্প্যানিস জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ এবং দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ ক্লাব চেলসি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

প্রথম লেগের ম্যাচে ঘরের মাটিতে রিয়ালকে রুখে দেয় টমাস টুখেলের চেলসি। ওই ম্যাচে প্রথমে রিয়াল এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ১-১ গোল ব্যবধানে ম্যাচটি ড্র হয়। ফলে অ্যাওয়ে গোল সুবিধায় কিছুটা এগিয়ে থাকছে চেলসি।

ফাইনালের টিকেট নিশ্চিত করতে স্বাগতিক চেলসির জন্য আজ গোলশোন্যতে ড্র করাই যথেষ্ট। অন্যদিকে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলার যোগ্য অর্জন করতে হলে জেতা কিংবা একের অধিক গোলে ড্র করতে হবে রামোস-বেনজেমাদের।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল পর্বের ম্যাচে গতবারের ফাইনালিস্ট পিএসজিকে পাত্তাই দেয়নি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় লেগের ম্যাচটিতে ২-০ গোল ব্যবধানে জিতে সবার আগে ফাইনালের টিকেট পেয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। দুটো গোলই করেন দলীয় তারকা ফুটবলার রিয়াদ মাহারেজ।

প্রথম লেগের ম্যাচে পিএসজির মাঠে খেলতে গিয়ে প্রথম গোল খেলেও পরে দুটি গোল নেইমারদের জালে পাঠিয়ে ২-১ ব্যবধানে জয় নিয়ে ফেরে কেভিন ডি ব্রুইনরা। ফলে ফাইনালে উঠতে হলে দ্বিতীয় লেগের ম্যাচে দুই গোল ব্যবধানে জয় দরকার ছিল পিএসজির। কিন্তু উল্টো ২-০ গোলে হেরেছে তারা। ফলে দুই লেগ মিলিয়ে ৪-১ গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনাল পর্ব শেষ করেছে ম্যান সিটি।

(ঢাকাটাইমস/০৫মে/এমএম)