পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মে ২০২১, ১৩:০৫

দেশের উভয় পুঁজিবাজার সবগুলো সূচকের বড় উত্থানের মাধ্যমে শেষ হয়েছে লেনদেন। এদিন দেশের উভয় পুঁজিবাজারে লেনদেনের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেযার ও ইউনিটের দর। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মোট লেনদেন হয়েছে এক হাজার ৩৯৮ কোটি টাকা।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ৩৯৮ কোটি ৫১ লাখ ১১ হাজার টাকা। এর আগে গত সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিলো এক হাজার ৩৫৬ কোটি ১০ লাখ পাঁচ হাজার টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৫৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২০৩টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বুধবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৩ কোটি ৯৫ লাখ ৫০ হাজার ৪৮৬ টাকা। যা আগের দিনের তুলনায় পাঁচ কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৭১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৯টি কোম্পানির। দর কমেছে ৮৪টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৫৫৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক কিছুটা বেড়ে অবস্থান করছে এক হাজার ২৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৩২ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৪৫ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৭৩৮ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৩০৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২৩ পয়েন্টে। সিএসআই ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার নয় পয়েন্টে।

(ঢাকাটাইমস/৫মে/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :